সিবিএন:
টেকনাফের শাহ পরীর দ্বীপে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার বিকালে শাহ পরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে আরও চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এরমধ্যে তিন শিশু ও একজন নারী। এনিয়ে নৌকাডুবির ঘটনায় ২৯ জন নারী-পুরুষের লাশ উদ্ধার করা হলো। এরমধ্যে ১৫ জন শিশু, ১৩ জন নারী ও একজন পুরুষ।

টেকনাফ থাসার ওসি মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছন।

এর আগে সোমবার রাতে শাহ পরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে ১১ মৃতদেহ উদ্ধার করা হয়।