বার্তা পরিবেশক:

রোহিঙ্গাদের সহায়তার জন্য উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের উদ্যোগে বালুখালি ২নং ক্যাম্পস্থ আমির হোসেন হেড ম্যানের বাড়ীতে সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প চলছে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পের পাঁচদিন অতিবাহিত হয়েছে আজ ছয়দিন চলছে। জানা গেছে, গত ৪ অক্টোবর এই ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন ও ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ আহ্লে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (ম.জি.আ.)। সেই থেকে একটানা এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে। এই চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন দেশের বৃহৎ এ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ডা. মো. সেলিম। আরো রয়েছেন ডা. মো. এনামুল করিম তানভির, ডা. মো. ইয়াকুব ও ডা. আতিক উল্লাহ চৌধুরী। তারা নিরলসভাবে অসহায় রোহিঙ্গাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। এই ক্যাম্পে সহযোগিতা করছে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ’র কর্মীরা। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুফিজ উদ্দীন জানান, দেশের খ্যাতনামা চার চিকিৎসকের নেতৃত্বে আরো অন্তত ৪০জন বিভিন্ন স্তরের চিকিৎসক চিকিৎসা দিচ্ছে। দৈনিক দেড়হাজার করে রোগির চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। একই সাথে ফ্রি ওষুধ প্রদান করা হচ্ছে। প্রতি দিন বিতরণ করা হচ্ছে লক্ষ টাকার ওষুধ। তিনি আরো জানান, চিকিৎসাসেবা ছাড়াও তিন ধাপে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে প্রায় ২৩/২৪ টন খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীর পরিকল্পনা হচ্ছে ১২ হাজার কম্বল বিতরণ কর্মসূচি। যেগুলোর দাম বাংলাদেশের বাজারে প্রায় ৭২ লক্ষ টাকা। মুফিজ উদ্দীন বলেন, আমাদেরকে অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এ পর্যন্ত যাঁদের সহযোগিতা ছিল, কৃতজ্ঞতা জানাই। অনেকেই মানবিক কারণে ত্রাণ নিয়ে যাচ্ছেন। কিন্তু কাজটি কঠিন। এখন আরো কঠিন হয়ে গেছে। মফিজ, ফরিদ, রোবেল, ইমরান, রানা, মহিউল, ডাক্তার আতিক সহ সম্মানিত চিকিৎসকদের সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। আমেরিকা প্রবাসী ইফতেখার ভাইদের অবদান অনেক।