আবদুল মালেক সিকদার, রামু:
রামুতে জামাল উদ্দিন মাষ্টার হত্যা মামলার বাদীকে অপহরণের চেষ্টা। ঘটনাটি ঘটেছে ৬ অক্টোবর (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় রশিদনগর ইউনিয়নের উল্টাখালী ফকিরা কবরস্থ ষ্টেশনে। জানা যায়, ২০০৫ সালে উল্টাখারী ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন মাষ্টারকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
এব্যাপারে জামাল উদ্দিনের ছোট ভাই হাফিজুর রহমান ধলু বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করে। যাহার মামলা নং- ১৮/২০০৫ইং। হাফিজুর রহমান ধলু জানান, হত্যা মামলার ১নং আসামী নন্দাখালী উত্তর পাড়া এলাকার ছিদ্দিক আহমদের পুত্র কাদের মিয়া একই এলাকার নেছার আহমদের পুত্র জয়নাল মিয়া ও তার ভাই জহির মিয়া মামলা উঠাইয়া নেওয়ার জন্য আমাকে প্রাণে মেরে ফেলা ও অপহরণের হুমকি দিয়া আসছিল। ঘটনার দিন আমি মোটর সাইকেল নিয়ে ফকিরা কবর স্টেশন হইতে বাড়ীতে যাওয়ার পথে হত্যা মামলার আসামী কাদের মিয়া, জহির মিয়াসহ ১০/১২জন সন্ত্রাসী অস্ত্রের মুখে জিন্মি করে নন্দাখালী উত্তরপাড়াস্থ জহির মিয়ার বাড়ীতে বেঁেধ রেখে মারধর করে। পরবর্তীতে নন্দাখালীস্থ বেড়িবাঁধ আমাকে নিয়ে বেঁেধ রাখে এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এদিকে খবর পেয়ে রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের নেতৃত্বে রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম ও ইউপি সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজার হাজার এলাকাবাসী ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাফিজুর রহমান ধলুকে উদ্ধার করে। তখন সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে রশিদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজল আহমদ বাবুল ও ইউপি চেয়ারম্যান শাহ আলমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার সুশীল সমাজের লোকজন সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে সন্ত্রাসীদেরকে শাস্তি নিশ্চিত করে জামাল উদ্দিন মাষ্টার হত্যা মামলার বিচার দাবী করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।