সিবিএন :

স্বাধীনতার স্মৃতি বিজড়িত কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় (কসউবি) ১৯৭১ সালের ব্যাচের “৪৭ বছরের কোলাহলে- এসো মিলি সকলে” এই শ্লোগানকে সামনে রেখে পূনর্মিলণী আগামী ১৪ অক্টোবর ২০১৭ সালে অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে কক্সবাজার শহরের বাহারছড়াস্থ পুরাতন সায়মান রেষ্টুরেন্টকে রাখা হয়েছে। কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭১ ব্যাচের সকল ছাত্রদের এতে অংশ নেয়ার জন্য ও অংশগ্রহণকারীদের নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ।

* মোহাম্মদ ছলিম উল্লাহ চৌধুরী (কুতুবী) – ০১৭১২৭৮৮৬৭৮

* মনসুর আহমদ – ০১৭১২৭৮৮৬৭৮

* অছিয়র রহমান মাস্টার – ০১৮১৯৬৯৪১২৩