প্রেস বিজ্ঞপ্তি:

বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭১ তম জন্মদিন পালন করলেন জেলার মুক্তিযোদ্ধা বৃন্দ। জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা তরুণ প্রজন্মকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিবেদিত প্রাণ হবার আহবান জানান। জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর দীঘায়ুৃ কামনা করে মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন বিশ্বের দরবারে বাঙ্গালি জাতি আজ মাথা উচু করে দাড়াঁতে পারছে। বিশ্ব বঙ্গবন্ধু কন্যাকে “মাদার অব হিউম্যানিটি” অর্থাৎ মানবতার মা” হিসেবে মূল্যায়ন করছে, মা বাঙ্গালীর জন্য অত্যন্ত গৌরবের।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনাড়ম্বরভাবে আয়োজিত জন্মদিন পালন এর সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন কমরেড গিয়াস উদ্দিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও জয় বাংলা বাহিনী’৭১ এর প্রধান বীর মুক্তিযাদ্ধা কামাল হোসেন চৌধুরী, বক্তব্য রাখেন-ক্যাপ্টেন অবঃ আবদুস সোবহান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শাহজাহান, আবদুস সালাম, মনছুরুল হক, মোহাম্মদ মাসুদ কুতুবী, স্বপন চৌধুরী, জোবায়ের আহমদ বি.এস.সি, আনোয়ার হোসেন, মংয়াইন রাখাইন, সালেহ আহমদ, সুনিল বড়–য়া, আবদুল ওয়ারেছ, লুৎফুর রহমান, অমলেন্দু দে, কল্লোল দে চৌধুরী, শিক্ষক নেছার উদ্দিন, উপস্থিত ছিলেন-মোহাম্মদ হেলাল উদ্দিন, এ.কে. ফরিদ আহমদ, শাহাব উদ্দিন, মোহাম্মদ ইয়াকুব, ই.এম. এ হায়দার, জামাল হোসেন, নুর মোহাম্মদ, আনোয়ার ইকবাল প্রমুখ। সভার শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীঘায়ূ কামনায় মোনাজাত করেন প্রবীন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।