কামাল শিশির, রামু( কক্সবাজার) :

কক্সবাজার রামুতে লাগামহীন হয়ে পড়ছে নিত্য প্রয়োজনিয় দ্রব্যের দাম । গত কয়েকদিনে লাগামহীন ভাবে বেড়েছে সকল ধরণের সবজির দাম । তবে কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে ডিমের দাম । সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে প্রতিটি পণ্যের দাম । বিশেষ করে সবজির বাজারে দেখা দিয়েছে ভয়ানক আগুন । সম্প্রতি ঘূর্নিজড় মোরা’র কারণে রামু সহ দেশের দক্ষিণ অঞ্চলের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয় । এতে দ্রুত বেড়ে যায় সবজির দাম । বাজার উর্ধ্বগতির জন্য সবজি বিক্রেতারা বৃষ্টিকে দুষলেও বাজার মনিটরিং না থাকায় দুষছেন ক্রেতারা ।রামু উপজেলার ঈদগড়, রশিদ নগর ,জোয়ারিয়ানালা সহ বিভিন্ন বাজার ঘুরে দখো যায় , প্রতিটি নিত্য প্রয়োজনিয় দ্রব্যের বাজারের মুল্যের লাগামহীন । কোন ভাবেই কমছেনা প্রয়োজনিয় দ্রব্যের দাম । এতে দিশেহারা হয়ে পড়ছেন খেটে খাওয়া মানুষেরা । বাজার করতে গিয়ে চরম বেকাদায় পড়ছেন অসহায় ক্রেতারা । বাজারের খুচরা ব্যবসায়ীদের মতে বৃষ্টির কারণে কাচাঁপণ্যের সরবরাহ কমে গেছে । ফলে বেশি দাম দিয়ে পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে পন্য কিনে বিক্রি করতে হচ্ছে । ৫আগষ্ট রামু ফকিরা বাজার ঘুরে দেখা গেছে ,পিয়াজ বর্তমানে প্রতি কেজি ৪০টাকা, রসুন ১৬০টাকা,কাচা মরিচ ১৪০টাকা,পটল ৫০টাকা,বেগুন ৬০টাকা,আলু ৩৫টাকা , করলা ৫০টাকা , শষা ৫০টাকা দামে বিক্রী হচ্ছে । একই সাথে বেড়েছে শাকের দাম । মসুর ডাল ১৪০টাকা । ঈদগড় বাজারে বাজার করতে আসা আরমান জানান,বর্তমানে সাধারণ মানুষ বাজার করতে গিয়ে অল্প কিছু কিনেই বাড়ী ফিরতে হচ্ছে ।এতে করে সংসার চালাতে চরম বেগ পেতে হচ্ছে । এঅবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ অতিমাত্রায় ক্ষতিগ্রস্থ হবে । রশিদ নগর বাজারের খুচরা বিক্রেতা কালো মিয়া জানান, উচ্চ মূল্যে তারা কাচা তরকারী কিনেছেন তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে । আতি বৃষ্টিতে সবজির গাছ পচে নষ্ট হয়ে গেছে । তাই পাইকারী বাজারে দাম বৃদ্ধি হওয়ায় খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে ।