সোয়েব সাঈদ, রামু
রামুতে ৪৬তম জাতীয় স্কুল-মাদরাসা (গ্রীষ্মকালীন) ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকালে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে বালক ও বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা পর্যায়ে এ ক্রীড়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ফুটবলে বালক বিভাগে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে রামু টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলি। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে ও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল হক, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, রামু উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আঙ্গুর বালা দাশ, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ প্রমূখ।
৬৪ তম জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ক্রীড়া শিক্ষক সুকুমার বড়ুয়া জানিয়েছেন, হ্যান্ডবল বালক বিভাগে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্স আপ এবং বালিকা বিভাগে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। কাবাডি বালক বিভাগে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় রানার্স আপ এবং বালিকা বিভাগে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদেরও অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।