মোঃ শাহীন, টেকনাফ
টেকনাফে বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল পাশা হাবিব উদ্দিন।
শনিবার বিকালে কক্সবাজার থেকে সড়ক পথে টেকনাফ আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন।
এরপর টেকনাফস্থ ট্রানজিট ক্যাম্প (রোহিঙ্গা প্রত্যাবাসন কেন্দ্র), নয়াপাড়া শরনার্থী ক্যাম্পসহ অস্থায়ী বিভিন্ন ক্যাম্পসমূহ পরিদর্শন করেন, আনসার সদস্যদের বিভিন্ন দাবী দাওয়ার কথা শুনেন এবং নানা সমস্যা চিহ্নিত করে প্রয়োজনাীয় ব্যবস্থার নির্দেশ দেন।
এসময় চট্রগ্রাম আনসার ও ভিডিপি রেঞ্জ কর্মকর্তা নির্মলেন্দু  বিশ্বাস, কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কমান্ডার মাতলুবুর রহমান, ১৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ইব্রাহীম খলিল।
পরিদর্শণ কালে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল পাশা হাবিব উদ্দিন বলেন, আনসার সদস্যরা দেশের আইনশৃংখলায় রক্ষায় অগ্রণী ভূ’মিকা পালন করে যাচ্ছেন। বিশেষ করে সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে। জীবন বাজি রেখে দায়িত্ব পালন করতে গিয়ে এক আনসার সদস্যকে জীবন দিতে হয়েছে।
তিনি আনসার ক্যাম্পসমূহ খুব শীঘ্রই আধুনিকায়নের মাধ্যমে উন্নত করা হবে বলে আশ্বস্ত করেন।