চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি :

চকরিয়ায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে হাসেরদীঘি কাছারীপাড়া মাসুমা বালিকা এতিমখানা ও আল ইসলামিয়াতুল আরবিয়া দারুচ্ছালাম মাদরাসার একাডেমিক ভবনের ছাউনি, ঘেরা-বেড়া ও দরজা ও জানালা গত ৩০ মে সকালে ঘূর্ণিঝড় মোরার তান্ডবে ভেঙ্গে যায়। কিন্তু গত ৮দিন অতিবাহিত হলেও আর্থিক সংকটের কারণে মাদরাসাটি মেরামত করতে পারেনি মাদরাসা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানাগেছে, চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাসেরদীঘি কাছারী পাড়া এলাকায় ২০০৩সালের ১৪ ফেব্রুয়ারী মাসুমা বালিকা এতিমখানা ও আল ইসলামিয়াতুল আরবিয়া দারুচ্ছালাম মাদরাসাটি প্রতিষ্ঠিত করেন আলহাজ¦ মাওলানা হাফেজ আবদুচ ছালাম। এরপর ২০০সাল হতে সমাজসেবা অধিদপ্তর কক্সবাজার থেকে রেজিষ্টেশন (নং ৩৪২/০৮) প্রাপ্ত হয় মাসুমা বালিকা এতিমখানা। বর্তমানে এতিমখানা ও মাদরাসায় শতাধিক শিক্ষার্থী রয়েছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ মাওলানা হাফেজ আবদুচ ছালাম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে মাদরাসা ও এতিমখানার ছাউনী উড়ে গেলেও আর্থিক সংকটের কারণে মেরামত করতে পারছিনা। এজন্য সংশ্লিষ্ট প্রশাসন ও ধনাঢ্য ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করেন।