সংবাদদাতা:

সাগরে মাছ ধরতে গিয়ে মোরার কবলে পড়ে নিখোঁজ দুই জেলে ও লাশ হয়ে ফেরা জেলে পরিবারের কাছে শান্তনা দিতে গেলেন কক্সবাজার সদর রামুর সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
৭ জুন বুধবার সকাল ১০ টায় কক্সবাজার সদর উপজেলাধীন খুরুস্কুল ইউনিয়নের জানার পাড়ায় ওই জেলে বাড়ীতে সাংসদ কাজল গেলে পরিবারের সদস্যদের কান্নার রোলে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
এসময় সাংসদ কাজল নিখোঁজ ও লাশ হয়ে ফেরা জেলে পরিবারের খোঁজ খবর নেন এবংতাদের কে ধৈর্য্য ধারনের আহবান জানান। এসময় কেন্দ্রীয় নেতা কাজলের সাথে ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ, সদর বিএনপি নেতা মাষ্টার আবু তাহের, ফয়েজ উল্লাহ মেম্বার, শাহ আলম ছিদ্দিকী, জাকের চৌধুরী, বজলুল হুদা ভোলা মাঝি, মোস্তাক আহমদ, সদর যুবদলের সভাপতি ফরিদুল আলম, যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন, বিএনপি নেতা মোঃ হাছান, নজির আলম, খুরুশকুল ইউনিয়ন যুবদল দক্ষিণ শাখার সভাপতি সেলিম উদ্দিন সেলিম, উত্তর শাখার সভাপতি সুলতান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বাবুল, যুবদল দক্ষিণ শাখার সাংগঠনিক সাম্পদক মোহাম্মাদুল হক পুতু, উত্তর শাখার সাংগঠনিক সাম্পদক মোহাম্মদ আলি, যুবদল নেতা মোঃ শাহাব উদ্দিন, ফরিদ উদ্দিন লিটন, সাহাব মিয়া, করিম উল্লাহ, গিয়াস উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিক, উত্তর শাখার সভাপতি জামশেদ কামাল আদিল, সহ-সভপতি জানিব চৌধুরী, ছাত্রদল দক্ষিণ শাখার সাধারণ সাম্পদক মোহাম্মদ রুবেল মিয়া, উত্তর শাখার সাধারণ সাম্পদক মোহাম্মদ আল আমিনসহ ছাত্রদল, যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।

জানাগেছে ঘূর্নি ঝড় মোরার কবলে পড়ে সাগরে মাছ ধরতে যাওয়া ওই গ্রামের লুলা মিয়া বহদ্দারের ছেলে সেলিম উল্লাহ (৩২) রহিম উল্লাহ (২৬) ও একই এলাকার ফজলুল হক নিখোঁজ হয়। পরে সোনাদিয়া দ্বীপে রহিমুল্লাহর লাশ বিকৃত অবস্হায় পাওয়াগেলে সেখানে তাকে দাফন করা হয়। ওই দুঃসংবাদে পুরো এলাকায় শোকের মাতম চলছে।