মোঃ শাহীন,টেকনাফ
টেকনাফে এক লাখ ইয়াবাসহ মিয়ানমারে দুই নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফনদী থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার আশিক্কাপাড়া এলাকার মো. জকির ও একই এলাকার আবদুর রহমান।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, সকালে মিয়ানমার থেকে একদল লোক ইয়াবা নিয়ে নাফনদী পার হয়ে বাংলাদেশে প্রবেশেরর খবর পাওয়া গেছে । এ সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এতে মিয়ানমারের নাগরিকরা পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে একটি পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট উব্ধার করে গননা করে পাওয়া যায় ৯৯ হাজার ৪৯১ পিস ইয়াবা। আনুমানিক দাম প্রায় তিন কোটি টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, বিজিবির হাতে ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।