ডেস্ক নিউজ:

রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন হেফাজতে ইসলামির আমির আল্লামা আহমেদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

হাসপাতালটির সিনিয়র ম্যানেজার (প্রশাসন) মোতাহার হোসেন বুধবার সকাল সাড়ে ১০টায় জাগো নিউজকে জানান, গতকালের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

তিনি জানান, হার্ট, মেডিসিন, নিউরোমেডিসিন ও এন্ড্রোক্রাইনোলজিস্টসহ হাসপাতালের বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সকাল থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পর্যলোচনা করে দেখছেন। পরে তারা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে আল্লামা শফীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করবেন।

প্রসঙ্গত, ৯৬ বছর বয়সী আহমেদ শফী হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগব্যাধিতে ভুগছেন। মঙ্গলবার বিকেলে তাকে অধ্যাপক ডা. নুরুজ্জামানের অধীনে ভর্তি করা হয়। এ বছরের ফেব্রুয়ারি মাসে তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন। তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমির।