আব্দুল মালেক, সেন্টমার্টিন থেকে:
সেন্টমার্টিনের ভবনগুলি দ্বীপবাসীর বেচেঁ  থাকার শেষ আশ্রয়কেন্দ্র। পরিবেশবাদীরা আমাদের বেচেঁ থাকতে দিবেনা। ভাঙা হবে সেন্টমার্টিনের ছোট বড় সকল ভবন। আজকের এই দিনে আপনাদের (পরিবেশবাদীদের) সেন্টমার্টিনে আমন্ত্রণ করছি। দেখে যান ৮৫০০ মানুষের আর্তনাদ। গতবছর ২৯ জুলাই প্রলয়কারী ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে যখন লন্ডভন্ড হয়ে যায় সেন্টমার্টিন। তখন দীর্ঘ ১০ দিন টেকনাফের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। হাজারো মানুষ বিশুদ্ধ পানি, খাবার, চিকিৎসা থেকে বঞ্চিত ছিল। নিজের বাড়িঘর ছাঁড়া মানুষগুলি অন্তত বেচেঁ থাকার আশ্রয়কেন্দ্র হিসেবে সেন্টমার্টিন গড়ে উঠা ছোট-বড় ভবন গুলিতে আশ্রয় নিয়েছিল। আমরা বঙ্গোপসাগরে বাস করি। আমাদের শেল্টার কেড়ে নিবেননা প্লিজ জনাব পরিবেশবাদীগণ।
প্রাকৃতিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, শক্তিশালী কোমেন, হারিকেন,নার্গিস,টর্নেডো, মোরা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের বেচেঁ থাকার শেষ ভরসা সেন্টমার্টিনের ছোট বড় ভবনগুলি। তাও আবার ভেঙে ফেলার নির্দেশ পরিবেশবাদীদের। সেন্টমার্টিন সকল ভবন টিকিয়ে রাখুন, আর আমাদের বাচাঁতে দিন।