এম আবু হেনা সাগর , ঈদগাঁও॥

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ঈদগাঁও সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) প্রকৌশলী মাসুদুর রহমানের সাথে ২২ মে বিকেলে পবিস কার্যালয়ে ঈদগাঁও রিপোটার্স সোসাইটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর নাছির উদ্দীন। মতামত ব্যক্ত করেন- সংগঠনের সহ সভাপতি এম শফিউল আলম আজাদ, এম ছরওয়ার শিফা, মফিজুর রহমান মফি, হফেজ বজলুল রহমান সহ আরও অনেকে। সংগঠনের নেতৃবৃন্দের প্রশ্নের জবাবে পবিসের এজিএম জানান- বিদ্যুৎ কম পেলে ঈদগাঁও সাব-জোনাল অফিসের আওতাধীন বারটি ইউনিয়নে সমহারে বন্টনের চেষ্টা করা হবে। আর যদি চাহিদা মত বিদ্যুৎ পেয়ে থাকে তাহলে ঈদগাঁওকে লোডশেডিং মুক্ত রাখা হবে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে পবিত্র রমজান মাসে ঘন ঘন লোডশেডিং বন্ধের আহবান জানানো হলে এজিএম তার জবাবে বলেন- সর্বোপুরি চেষ্টা চালানো হবে লোডশেডিং মুক্ত রাখতে।