চীফ রিপোর্টার, সিবিএন:
কক্সবাজার বিমানবন্দর থেকে বোমা সদৃশ  বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ পর্যন্ত একই রকম তিনটি বস্তু উদ্ধার করার খবর জানা গেছে। ধারনা করা হচ্ছে এগুলো ২য় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপিত অবিস্ফোরিত বোমা।  
জানা গেছে, রাত ৮টার দিকে কক্সবাজার বিমানবন্দরে সম্প্রসারন কাজে মাটি খননের সময় শ্রমিকরা প্রথমে বোমা সদৃশ বস্তুটি দেখতে পায়। তারা দ্রুত বিমান বাহিনীকে খবর দেয়।
কক্সবাজার জেলার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে তিনিসহ পুলিশ দল  ঘটনাস্থলে যান। এসময় তিনি বলেন, এসব বস্তু ২য় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপিত বোমা বলে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে। শেষ খবর পর্যন্ত অভিযান চলছিল। বিস্তারিত পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।