হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফে স্কুল পড়ুয়া ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার অধীনে এনজিও সংস্থা মুসলিম এইড ক্ষুদে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগীতার আয়োজন করেন।

জানা যায় ১৮ এপ্রিল মঙ্গলবারে অনুষ্ঠিত খাদ্য-পুষ্টি,স্বাস্থ্য-সচেতনতা ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক অনুষ্ঠিত উক্ত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় ১৭০টি স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। ৭১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৯৯টি এনজিও স্কুলের ৮ হাজার ৫০০ ছাত্র-ছাত্রী প্রতিযোগীতায় অংশ নেন। প্রতি স্কুলের ৩জন করে মোট ৫১০ জন ছাত্র-ছাত্রী চুড়ান্ত পর্যায়ে বিজয়ী হয়েছেন। বিজয়ী ৫১০ ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নত পুরস্কার বিতরণ করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, এসএমসি কমিটির সদস্য, শিক্ষক এবং এনজিও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিকে বেলা ১২টার দিকে রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় বিজয়ী হয়েছেন ৫ম শ্রেনীর সাজ্জাদুর রহমান আজাদ, হালিমা আক্তার ও ৪র্থ শ্রেনীর কুলসুমা আক্তার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার ও স্কুল কমিটির সদস্য জামাল হোছাইন, বিদ্যুৎসাহী সদস্য জসিম উদ্দিন টিপু, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাকের আহমদ, শিক্ষক নুরুল আলম আজাদ, আনোয়ারুল ইসলাম, মুসলিম এইডের এফএম শিপীকা রায় ও আবু হাসান প্রমুখ।