এন এ সাগর :

কক্সবাজারের রামুর চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের বিভিন্ন পয়েন্ট হতে ৩৯ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।শুক্রবার (০৬আগস্ট) সকাল ১০টায় রশিদনগরের বর্ডার লকডাউন বাস্তবায়ন চেকপোস্ট হতে ১০জন, রামু বাইপাস হতে ২১ জন এবং জোয়ারিয়ানালা হতে ০৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

জানা যায়, আটককৃত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হয়েছিল । লকডাউনের কারণে কাজ বন্ধ থাকায় ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেয়। এসব রোহিঙ্গা আটকের ক্ষেত্রে বিজিবি, পুলিশ, উপজেলা স্কাউটদল, আনসার ও বিভিন্ন ইউনিয়নে দ্বায়িত্ব প্রাপ্ত চৌকিদার সহযোগিতার ভূমিকা পালন করেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান,আটককৃত রোহিঙ্গাদের ৩৯ জনকে ৪ হাজার টাকা জরিমানা ও ১৬টি মোবাইল জব্দ করা হয়। বিকালে পিকআপযোগে উখিয়ার শরণার্থী শিবিরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।