মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বুধবার ২৮ জুলাই দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দমকা হাওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের কক্সবাজার সদরের ঝিলংজা পাওয়ার হাউজে গাছের ডাল পড়ে কয়েকটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে পাওয়ার হাউজের ভেতরে আগুন লেগে যায়। সাথে সাথে কক্সবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী, টেকনিশিয়ান সহ সকলে প্রাণান্তকর চেষ্টা করে দীর্ঘ ১৮ ঘন্টা পর বৃহস্পতিবার ২৯ জুলাই বিকেল সাড়ে ৪ টা থেকে বিপর্যস্ত হওয়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সংস্কার ও মেরামত করে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে কক্সবাজারে পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু করা যাবে।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন। হঠাৎ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়াতে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক দুর্ভোগ পোহাতে হওয়ায় তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।