সংবাদ বিজ্ঞপ্তিঃ
এসএসসি বন্ধন ২০০১ কক্সবাজার জেলার কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। জরুরি সভা ডেকে এ কমিটি ঘোষিত হয়েছে।
এতে বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন তারা হলেন- খোরশেদ আলম সভাপতি (পি.এম.খালী), অধ্যাপক জাহাঙ্গীর আলম সহ-সভাপতি (টেকপাড়া), অধ্যাপক আবু তাহের সহ- সভাপতি (টেকনাফ), মোঃ শওকত আজম সহসভাপতি (পাহাড়তলী, কক্সবাজার), মহিম চৌধুরী সহসভাপতি (কক্সবাজার), নাছির উদ্দিন সহসভাপতি (গর্জনিয়া, রামু), শফিউল হক সাধারণ সম্পাদক (খুরুশকুল), জাহেদুল ইসলাম রিটন যুগ্মসাধারণ সম্পাদক (বাহারছড়া, কক্সবাজার), গিয়াস উদ্দিন মিলন যুগ্মসাধারণ সম্পাদক (পেশকার পাড়া), আবদুর রহিম সোহেল যুগ্মসাধারণ সম্পাদক (বাহারছড়া, কক্সবাজার), শেখ আশিকুজ্জামান যুগ্মসাধারণ সম্পাদক (টেকপাড়া, কক্সবাজার), রিয়াদ মোঃ ফরিয়াদ যুগ্মসাধারণ সম্পাদক (খুরুশকুল, কক্সবাজার) লায়ন আনিছুর রহমান ইমন সাংগঠনিক সম্পাদক (রুমালিয়ারছড়া), ইঞ্জিনিয়ার রফিক সহসাংগঠনিক সম্পাদক (টেকপাড়া, কক্সবাজার), মাহাবুবুল আলম সহসাংগঠনিক সম্পাদক (গর্জনিয়া, রামু), সাংবাদিক মিজানুর রহমান সহসাংগঠনিক সম্পাদক (পাহাড়তলি, কক্সবাজার) মোঃ ইদ্রিস সহসাংগঠনিক সম্পাদক (কলাতলী, কক্সবাজার) শাহাব উদ্দিন দপ্তর সম্পাদক (মহেশখালী, কক্সবাজার), ছাবেদ জুনাইদ সহদপ্তর সম্পাদক (টেকপাড়া, কক্সবাজার), মোঃ রফিক সহদপ্তর সম্পাদক (টেকপাড়া, কক্সবাজার), শহিদুল ইসলাম (শাহাদাত) সহদপ্তর সম্পাদক (খুরুশকুল, কক্সবাজার), রেজাউল করিম রেজা ব্যাংকার অর্থ সম্পাদক (পেকুয়া), শওকত ইসলাম ব্যাংকার সহঅর্থ সম্পাদক (চাউলবাজার রোড, কক্সবাজার), সোহেল সরওয়ার ব্যাংকার সহঅর্থ সম্পাদক (রামু, কক্সবাজার), এড. মনির উদ্দিন আজাদ আইন বিষয়ক সম্পাদক (রুমালিয়ারছড়া, কক্সবাজার), এড. দেলোয়ার হোসাইন সহআইন বিষয়ক সম্পাদক (পেকুয়া), এড. দেলোয়ার হোসেন সহআইন বিষয়ক সম্পাদক (রামু, কক্সবাজার), ডা: এস.এম জামশেদুল হক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক (পানবাজার রোড, কক্সবাজার), ডা: আদনান ওয়ালিদ সহস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক (কোর্ট বাজার, কক্সবাজার), আব্দুল কাদের রনি সহস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক (বিজিপি ক্যাম্প), রফিকুল ইসলাম সহস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক (ঈদগাঁও, কক্সবাজার), সেলিম উল্লাহ তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (গর্জনিয়া, রামু) কায়েস সিকদার সহতথ্য যোগাযোগ ও প্রযুক্তি (লিংক রোড, কক্সবাজার), ছৈয়দ হোসাইন মামুন সহতথ্য যোগাযোগ ও প্রযুক্তি (টেকনাফ), প্রবাল কান্তি দে সাংস্কৃতিক সম্পাদক (কক্সবাজার), চন্দন দাস সহসাংস্কৃতিক সম্পাদক (ঘোনার পাড়া, কক্সবাজার), মহিউদ্দিন ভূট্টো প্রচার সম্পাদক (পেশকার পাড়া, কক্সবাজার), মিজানুর রহমান সহপ্রচার সম্পাদক (রুমালিয়ারছড়া, কক্সবাজার), এ.এম তাহের মাহামুদসহপ্রচার সম্পাদক (উখিয়া), মোঃ সাদেক আপ্যায়ন ও অর্ভথ্যানা সম্পাদক (ঘোনার পাড়া, কক্সবাজার), ফরিদ কবির সহআপ্যায়ন ও অর্ভথ্যানা (পানবাজার রোড, কক্সবাজার), গোলাম আকবার সহআপ্যায়ন ও অভ্যর্থনা (কুতুপালং), সাইফুদ্দিন খালেদ প্রকাশনা সম্পাদক (রামু, চাকমারকুল), একরামুল হক সহপ্রকাশনা সম্পাদক (রামু, কক্সবাজার), এহেসানুল হক সহ- প্রকাশনা সম্পাদক (ঈদগড়, রামু), তানভীরুল ইসলাম প্রশাসন ও শৃঙ্খলা বিষয়ক (রুমালিয়ারছড়া, কক্সবাজার), আবু জায়েদ সহ প্রশাসন ও শৃঙ্খলা বিষয়ক (টেকপাড়া, কক্সবাজার), আব্দুস শুক্কুর সহপ্রশাসন ও শৃঙ্খলা বিষয়ক (বিজিবি ক্যাম্প, (কক্সবাজার), জসিম উদ্দিন ক্রীড়া সম্পাদক (মোহাজের পাড়া, কক্সবাজার)
, মোঃ হানিফ সহ-ক্রীড়া সম্পাদক (খুরুশকুল), সজিব কান্তি দে সহ ক্রীড়া সম্পাদক (খুরুশকুল), মোঃ সোহেল সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (রুমালিয়ারছড়া, কক্সবাজার), মোঃ ইয়াকুব সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, (বৌদ্ধ মন্দির সড়ক, কক্সবাজার), মনছুর আলম সহ- সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (খুরুশকুল), সাইফুল ইসলাম আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক (চকরিয়া), এড. জাহেদ নেওয়াজ সহআর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক (চকরিয়া), মাছুমা খানম মহিলা বিষয়ক সম্পাদক (এন্ডারশন রোড, কক্সবাজার), মাছুমা আক্তার সহমহিলা বিষয়ক সম্পাদক (উখিয়া), সরচিতা বড়ুয়া সহমহিলা বিষয়ক সম্পাদক (রামু), জাকিয়া সুলতানা সহমহিলা বিষয়ক সম্পাদক (চকরিয়া), চুমকি রানী চৌধুরী সহমহিলা বিষয়ক সম্পাদক (চকরিয়া), আব্দুল খালেক উপজেলা সমন্বয়ক (কক্সবাজার), হাবিবুর রহমান সহউপজেলা সমন্বয়ক (টেকপাড়া, কক্সবাজার), শামসুল আলম সহউপজেলা সমন্বয়ক (খুরুশকুল, কক্সবাজার)।
সদস্য হিসেবে রয়েছেন- জাফর আলম (কক্সবাজার), দেলোয়ার (রুমালিয়ারছড়া, কক্সবাজার), কার্ত্তিক ধর (সদর হাসপাতাল রোড,কক্স), আমির হোসেন (রামু), আমিনুর রশিদ (বাংলাবাজার), জিতান পাল আদর (গোলদিঘীরপাড়), অরিফুল ইসলাম (জেনারেল হাসপাতাল, পেকুয়া), আজিজুর রহমান (জেনারেল হাসপাতাল, পেকুয়া), কবির আহমদ (বাহার ছড়া, কক্সবাজার), নাছির উদ্দিন (খুরুশকুল), জসিম উদ্দিন (কক্সবাজর), টুটুল মীর (চকরিয়া), জসিম উদ্দিন (ঝিলংজা), শাহ্ আলম মেম্বার (টেকনাফ সদর), সৈয়দ আকবর মুন্সি (টেকনাফ সদর), ইউনুছ গাজী (সাবরাং টেকনাফ), আব্দুল আমিন (উখিয়া, কসউবি), মিসবাহ (চকরিয়া) ইঞ্জি: আব্দুল্লাহ (পাহাড়তলী, কক্সবাজার), গোলাম সরোয়ার (টেকপাড়া, কক্সবাজার), মোঃ রিয়াদ (খুরুশকুল), তানভির হাসান (টেকপাড়া, কক্সবাজার), এনায়েত উল্লাহ বাবুল (মহেশখালী), মোঃ আব্দুল্লাহ (নুনিয়াছড়া, কক্সবাজার), মুস্তাফিজুর রহমান (রুমালিয়ারছড়া, কক্সবাজার), ইব্রাহিম (চৌফলদন্ডী), এম. মুফিজ উদ্দিন (কস্তুরাঘাট), ইঞ্জি: রায়হান (জোয়ারিয়ানালা, রামু), রতন দত্ত (ঘোনার পাড়া, কক্সবাজার), মোঃ তাওহিদ (পেশকার পাড়া, কক্সবাজার), শওকত ইসলাম (রামু, কক্সবাজার) মাষ্টার আব্দুল্লাহ (রামু), মুজিবুর রহমান (খুরুশকুল), রনি ধর (ঘোনার পাড়া, কক্সবাজার), আনিস চৌধুরী (পি.এম.খালী, কক্সবাজার), মামুনুর রশিদ (চকরিয়া), মেহেদী হাসান (চকরিয়া)।