মোঃ আকিব বিন জাকের, মহেশখালী:
মহেশখালী উপজেলার উত্তরপ্রান্তে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান।

তিনি বলেছেন, আমরা এই বিষয়ে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে অবহিত করব এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি প্রেরণ করব।

উপজেলায় মোট ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থাকলেও বর্তমানে উপজেলা ভিত্তিক ফায়ার সার্ভিস স্টেশনটি উপজেলার সর্ব দক্ষিণ প্রান্তে তথা পৌরসভা এলাকায় অবস্থিত। যা বড় মহেশখালী, কুতুবজোম এবং ছোট মহেশখালী ইউনিয়নকে কেন্দ্র করে অবস্থান করছে। কিন্তু বাকি ৫ ইউনিয়ন তথা হোয়ানক, কালারমারছড়া, ধলঘাটা, মাতারবাড়ি ও শাপলাপুর ইউনিয়ন হতে ফায়ার সার্ভিস স্টেশনটির দূরত্ব যথাক্রমে ২০ হতে ২৫ কিলোমিটার। যার দরুন অগ্নি দূর্ঘটনায় সময় মতো ফায়ার সার্বিসের সেবা না পাওয়ায় উক্ত ৫ ইউনিয়নের মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার গল্প দীর্ঘদিনের। এনিয়ে জনদাবীর প্রেক্ষিতে মহেশখালীর উত্তরপ্রান্তে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবী জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন হতে দেখা যায় প্রায়শই। এই দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমও সরব থাকে সবসময়।

জান-মালের নিরাপত্তার স্বার্থে দ্রুত এই আশ্বাস বাস্তবায়নের দাবী জানিয়েছে সর্বস্তরের জনসাধারণ।