অনলাইন ডেস্ক: দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আরও ভয়ানক রূপ নিতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট দেশে প্রবেশ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তিনি বলেছেন, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যেন কোনো ক্রমেই দেশে ঢুকতে না পারে , সে জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে বিএসএমএমইউয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই আগের তুলনায় করোনায় আক্রান্তের হার অনেক বেড়েছে। দেশে বর্তমানে আফ্রিকান ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়ানোর মাত্রা বেশি। প্রতিবেশী দেশ ভারতের ডাবল ভ্যারিয়েন্টে মহামারি করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের খুব সতর্ক থাকতে হবে যাতে ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে কোনো ভাবেই প্রবেশ করতে না পারে। এজন্য ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে