শেফাইল উদ্দিন:

কক্সবাজার সদরের ঈদগাঁওতে করোনা সংক্রমণ রোধে সর্বাত্বক লকডাউন চলছে কিনা তা পরিদর্শন করেছেন কক্সবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমাইয়া আক্তার সুইটি।

বুধবার (১৪ই এপ্রিল) দুপুর সাড়ে বারটার দিকে ঈদগাঁও বাসস্টেশন ও বাজার পরিদর্শন করেন। এ সময় মাস্ক বিহীনদের দুই শত টাকা জরিমানা করা হয় এবং দোকান খোলা রাখায় অনেক কে সর্তক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো: আবদুল হালিমের নেতৃত্বে পুলিশ দল।
উল্লেখ্য সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন কঠোরভাবে পালিত হচ্ছে। জন ও যান চলাচল দেখা যাচ্ছে না । খাদ্য পণ্যের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু বন্ধ রয়েছে।