সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর ইতিহাস গৌরবোজ্জ্বল। সে ইতিহাসে সমালোচনা নেই এমন নয়! তবে সাফল্য বিশ্বনন্দিত।

শুক্রবার বিকেলে কক্সবাজার সাহিত্য একাডেমি আয়োজিত বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।

শহরের এন্টারসন সড়কস্থ একাডেমির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি লোকজ গবেষক সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম।

একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্টি রাজনৈতিক ব্যক্তিত্ব, অনুবাদক ও কবি রুহুল কাদের বাবুল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তীী ও শতবর্ষে বঙ্গবন্ধুর আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, স্থায়ী পরিষদের সদস্য, বিশিষ্ট সাহিত্যিক ও আবৃত্তিকার অধ্যাপক দিলওয়ার চৌধুরী, কক্সবাজার আইন কলেজের অধ্যাপক শামসুল আলম কুতুবী, ব্যাংকার , কণ্ঠশিল্পী ও কবি নুরুল আলম হেলালী, একাডেমির জীবন সদস্য ও কার্য নির্বাহী পরিষদের অফিস সম্পাদক কবি ও সাংবাদিক আজাদ মনসুর, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সংগঠক কবি কল্লোল দে চৌধুরী।

আলোচনা সভায় একাডেমির জীবন ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ২৫ মার্চ ভয়াল কাল রাতে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।