রাশেদুল ইসলাম মাহমুদ:

বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ শাজাহান আলি’র বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়েছে৷

বৃহস্পতিবার ( ১১ মার্চ ) হিলটপ সার্কিট হাউস এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়৷

জেলা প্রশাসক মামুনুর রশীদ বক্তব্যে বিদায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ শাজাহান আলির ভুয়সী প্রশংসা করেন। ভবিষ্যৎ কর্মজীবন এবং তার পরিবারের জন্য কক্সবাজার জেলা প্রশাসন  এর পক্ষ থেকে  নিরন্তর শুভকামনা  জানান৷

বিদায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ শাজাহান আলি কক্সবাজার জেলায় তাঁর কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ জেলার মানুষ অত্যন্ত ভালো, এবং অমায়িক৷

কক্সবাজার জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, সাধারণ মানুষ সকলে সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

তিনি তার কর্মকালীন সময়ে সহযোগিতা করার জন্য তার পক্ষ থেকে কক্সবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সর্বক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে জেলার উন্নয়ন আরো এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলিকে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ কক্সবাজার জেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য, বিদায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলি পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থল পানি সম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করবেন৷

এ সময় অন্যান্যদের মধ্যে কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপসচিব শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদ ইকবাল, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷

বিদায়ী এডিএম মোঃ শাজাহান আলি ফেইসবুক আইডিতে লেখেন, বিদায় প্রিয় কক্সবাজার। তুমি যা দান করেছ তার জন্য আমি কৃতজ্ঞ ও চির ঋণী। মনে রেখ আমি তোমাদেরই একজন ছিলাম। শুধু তোমাদের হয়ে কাজ করার চেষ্টা করেছি। কৃতজ্ঞতা বর্তমান জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রশীদ স্যার ও প্রাক্তন জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন স্যার। অহর্নিশ শুভকামনা ও ভালোবাসা ডিডিএলজি স্যার, অনুজ সহকর্মীবৃন্দ ও এ কার্যালয়ের সকল স্তরের স্টাফদের জন্য। নিরন্তর শুভকামনা ও কৃতজ্ঞতা সকলের জন্য। পরবর্তী কর্মস্থল সিনিয়র সহকারী সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়।