সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ:
টেকনাফে করোনাকালে নারী নের্তৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২১। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে টেকনাফ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এনজিও সংস্থা একলাব, ইউনিসেফ, রেডিও নাফ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, লাইট হাউজ, মুক্তি কক্সবাজার ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় যোগদান করে। উপজেলা মহিলা বিষয়ক অফিসার শওকত হোসেনের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী। সভায় মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সিফাত বিন রহমান, মডেল থানার প্রতিনিধি এসআই মোঃ রফিক, লাইট হাউজের ড্রপ ইন সেন্টার ম্যানেজার সীমা সুলতানাসহ আরও অনেকে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, লাইট হাউজের মেডিকেল এসিস্ট্যান্ট ফ্রান্সিলা কামা প্রমূখ। এতে অন্যান্য সরকারী বেসরকারী কর্মকর্তাগণ, দূর দূরান্ত থেকে আগত নারীগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, সবখানে নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে।