সিবিএন ডেস্ক:
গত ৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ২০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৫৭৮ জনের।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন। আর আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৫৬৪ জন।

জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরু পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

অধিদফতর জানায়, মোট টিকা নেওয়া ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জনের মধ্যে পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৯৩৫ জন। আর নারী সাত লাখ তিন হাজার ৯৪২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে আছেন পাঁচ লাখ ৮৮ হাজার ৮৪২ জন, ময়মনসিংহ বিভাগে আছেন ৯৩ হাজার ৩২২ জন, চট্টগ্রাম বিভাগে আছেন চার লাখ ৭৩ হাজার ১৬৪ জন, রাজশাহী বিভাগে আছেন ২৪ হাজার ২৬২ জন, রংপুর বিভাগে আছেন এক লাখ ৯৪ হাজার ৬৭ জন, খুলনা বিভাগে আছেন দুই লাখ ৪৪ হাজার ১৭১ জন, বরিশাল বিভাগে আছেন এক লাখ এক হাজার ৫৩৭ জন এবং সিলেট বিভাগে আছেন এক লাখ ৪৭ হাজার ৫১২ জন।

এদিকে আজ ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩০ হাজার ৯১৪ জন। তাদের মধ্যে পুরুষ ১৯ হাজার ২১৯ জন আর নারী টিকা নিয়েছেন ১১ হাজার ৬৯৫ জন।