এফ এম সুমন ,পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় মাসুদ বিড়ি নামের নকল বিড়ির দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুতাচ্ছেম বিল্লাহ এই আদালত পরিচালনা করেন।

এসময় নকল বিড়ি রাখার দায়ে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া ষ্টেশনে এহেছান নামের এক ব্যক্তিকে ধুমপান ও তামাক জাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১০ ও ৫ ধারায় এবং ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় ওই দোকান থেকে বিপুল পরিমাণ নকল শলাকা ধ্বংস করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুতাচ্ছেম বিল্লাহ সরকারি রাজস্ব ফাকি দেয়া ও অনিয়মকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর (প্রসিকিউটর ) মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, পেকুয়া জারুল বুনিয়াসহ পেকুয়ার বিভিন্ন জায়গায় নকল বিডি বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।