সিবিএন :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩০ ডিসেম্বর ৩৭৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৯ জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। এর মধ্যে কক্সবাজার জেলার ৬ জন , অপর ১জন রোহিঙ্গা । কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এতথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৬ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১জন , রামু উপজেলায় ৩জন ও মহেশখালী উপজেলার ২জন রোগী রয়েছে।

উল্লেখ্য- ৩০ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৭০ হাজার ৯০৩ জনের।
সেখানে পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬৯১ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩২০ জন।
মারা গেছে ৮৩ জন।
কক্সবাজার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান অফিসার পংকজ পাল এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। এখানে কক্সবাজার জেলা ছাড়াও বান্দরবান জেলা ও চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার করোনার স্যাম্পল টেস্ট হয়।

Share