জে.জাহেদ,চট্টগ্রাম প্রতিনিধি :
সংবাদ প্রকাশের জের ধরে অপহরণের পর উদ্ধার হওয়া সাংবাদিক গোলাম সরওয়ার আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন নিরাপত্তার অভাবে তিনি তাকে অপহরণ ও অমানুষিক নির্যাতনের ঘটনার জন্য মামলা করতে চান না এই মুহুর্তে। মানসিকভাবে প্রস্তুত হতে আরো কিছু সময় চান তিনি।
তিনি সাংবাদিকদের বলেছেন, সম্প্রতি সময়ে আমি কয়েকটি নিউজ করেছি। এসব নিউজের পর অজ্ঞাত সন্ত্রাসীরা আমাকে ফোনে হুমকি দিয়েছিল। তবে তারা কোন নিউজের জন্য হুমকি দিয়েছে তা তিনি স্পষ্ট করেন নি। অপহৃত সাংবাদিক জানান, এই মূহুর্তে জীবন নিয়ে শংকিত। তাই আপাততে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমায় জড়াতে চাই না।
অপহরণের পর সাংবাদিক ইউনিয়ন এবং সকল সাংবাদিকদের আন্দোলন করে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।
এর আগে আজ বুধবার দুপুর ২ টায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিক গোলাম সরওয়ার কে আনা হয়। এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক ম. শামসুল ইসলাম, রতন কান্তি দেবাশিষসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিস্তারিত পরে আসছে…