মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কক্সবাজার শহরের স্বরস্বতি বাড়ি পুজামন্ডপ পরিদর্শন করেছেন। রোববার ২৫ অক্টোবর সন্ধ্যায় দুর্গাউৎসবের মহানবমীর দিনে জেলা ও দায়রা জজ পুজামন্ডপ পরিদর্শনকালে পূর্ণার্থী ও মন্দির কর্তৃপক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ব্রাহ্ম মন্দিরে জেলা পুজা উদযাপন পরিষদের কার্যালয়ে যান। জেলা ও দায়রা জজ পুজা উদযাপন পরিষদের কার্যালয় ও পুজামন্ডপ স্থলে পৌঁছালে নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আজম মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ, পিপি এডভোকেট ফরিদুল আলম, এপিপি এডভোকেট তাপস রক্ষিত, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, শহর পুজা উদযাপন কমিটির সভাপতি বেন্টু দাশ, সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।