রাসেদুল ইসলাম মাহমুদ:
কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্টিত ও পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত”অরুণোদয়” স্কুল পরিদর্শন করলেন, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্থাপন অধিশাখার উপসচিব, আমিনুল ইসলাম খান৷

শুক্রবার (১৬ অক্টোবর), তিনি অরুণোদয় স্কুল পরিদর্শনে যান৷

উপসচিব আমিনুল ইসলাম খান পরিদর্শনে গিয়ে স্কুলটির শিক্ষকদের সাথে মত বিনিময়কালে বলেন, কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল “অরুণোদয়” সত্যিই অসাধারণ ও প্রশংসনীয় একটি উদ্যোগ৷

তিনি আরো জানান, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সার্বিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত স্কুলটির জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্থাপন অধিশাখার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে৷

এ সময় উপস্থিত ছিলেন, অরুণোদয় স্কুলের প্রতিষ্টাতা সভাপতি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, স্কুলের পরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাজাহান আলি, প্রধান শিক্ষক মোঃ শাহজালালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ৷