আবুল কালাম, চট্টগ্রাম:
পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ( সিএমপি) পুলিশ কমিশনার  সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা এর নির্দেশে বন্দরনগরী চট্টগ্রামের ১৬ থানায় ১৪৫ বিট পুলিশে একযোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার( ১০ অক্টোবর). বন্দর নগরীর ১৬ টি থানার ১৪৫ টি বিটে একযোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে বিট অফিসারগণ স্ব স্ব বিট এলাকার স্থানীয় জনসাধারণের সাথে এলাকায় বসবাসরত স্থানীয় কিশোর অপরাধী সদস্য, তাদের কার্যক্রম,  তাদের গডফাদার, গডফাদারদের অবস্থান ও স্থানীয় পেশাদার মাদক ব্যবসায়ীদের অবস্থান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কিশোর অপরাধী ও মাদক ব্যবসায়ীদের কার্যক্রমের নেতিবাচক দিক স্থানীয় জনগণের মাঝে তুলে ধরেন। বিট অফিসারগণ  উপস্থিত জনসাধারণকে এ সংক্রান্তে যে কোন ধরনের তথ্য প্রদানের আহবান জানান।