লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুস সালামের পক্ষ থেকে ৩য় ধাপে লোহাগাড়ায় করোনা ভাইরাস দুর্যোগে হতদরিদ্র,অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকালে উপজেলার চুনতি ইউনিয়নে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে উপকারভোগীদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে প্রত্যেক পরিবারকে ১কেজি চিনি, ২ প্যাকেট সেমাই , ৪ প্যাকেট অাটা, ১ কেজি ছোলা, ডানো দুধ ২০০ গ্রাম, ১ লিটার তেল।

বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, চুনতি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জানে আলম সওদাগর, সমাজসেবক মিরান হোসেন মিজান।

চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল বলেন,লোহাগাড়ায় লকডাইন চলছে ।

সরকারী নির্দেশনা মেনে সাধারণ মানুষ ঘরবন্দি রয়েছে। এলাকার অনেক মানুষ অতি কষ্টে দিনাতিপাত করছে
করোনায় সৃষ্ট দুর্যোগ সংকটময় মুহুর্তে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালামের পক্ষ থেকে ৩য় ধাপে লোহাগাড়ায় খেটে-খাওয়া, হত দরিদ্র ও নিম্ন আয়ের ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে ।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের শুরুর দিকে প্রথম ধাপে ১৫০ পরিবার ও ২য় ধাপে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।