মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোববার ২৬ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২ শিফটে মোট ১০০ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। তারমধ্যে সকালের শিফটে ৭১ জনের মধ্যে ১ জনের রিপোর্ট পজেটিভ , বিকেলের শিফটে ২৯ জনের মধ্যে সকল রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে নিশ্চিত করেছেন।

রোববার ২৬ এপ্রিল প্রথম শিফটে করোনা রোগী সনাক্ত হওয়া মহিলা চিকিৎসক ডা. নাঈমা সিফাত (২৮) টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নিয়মিত চিকিৎসক।

টেকনাফের স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা চিকিৎসক ডা. নাঈমা সিফাত (২৮) এর স্বামী একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তাদের একটা শিশু কন্যা সন্তান রয়েছে। ডা. নাঈমা সিফাত চট্টগ্রাম শহরের পাঁচলাইশের বাসিন্দা। তিনি ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন সদস্য। তিনি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ, আউটডোর, ভর্তিকৃত রোগী সহ হাসপাতালে সব জায়গায় রোগী দেখতেন।

গত ২৪ জানুয়ারি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন চিকিৎসক, ১৬ জন নার্স, ২৮ জন কর্মচারী সহ মোট ৫৩ জনের স্যাম্পল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে টেস্টের জন্য পাঠানো হলে ২৬ এপ্রিল ডা. নাঈমা সিফাত এর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

প্রসঙ্গত, এই প্রথম কক্সবাজার জেলায় একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হলো। রোববার পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১৫ জন। তারমধ্যে মহেশখালীতে ৮ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে একজন।

গত ২ এপ্রিল থেকে ২৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮৩৩ জনের স্যাম্পল টেস্ট করা হলো। তারমধ্যে ১৫ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়। বাকী ৮১৮ জনের রিপোর্ট ‘নেগটিভ’ পাওয়া যায়।