মো.ফারুক, পেকুয়া :

বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে পেকুয়াবাসীকে রক্ষায় বাঁশখালী-টইটং সীমান্তের চেকপোষ্টে বসানো হয়েছে COVID-19, Virus Disinfection Tunnel।

সোমবার বিকেলে পেকুয়া থানার ওসি কামরুল আজম, পরিদর্শক(তদন্ত)মিজানুর রহমানের উপস্থিতিতে এটি স্থাপন করা হয়।

ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে এটা বসানো হয়েছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি কামরুল আজম।
ওসি কামরুল আজম বলেন, মাননীয় পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব ইকবাল হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, আমিসহ, পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান গণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পেকুয়া থানাধীন টৈটং সীমান্ত ব্রীজ চেকপোষ্টে জরুরী প্রয়োজনে আগত সকল নাগরিক এবং বিভিন্ন গাড়ীর ড্রাইভার, হেলপারদের করোনা ভাইরাস জীবানু মুক্তকরণের লক্ষ্যে COVID-19, Virus Disinfection Tunnel স্থাপন করা হয়।

জেলার সকল নাগরিকের COVID -19 এর প্রাদুর্ভাব থেকে রক্ষা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করা হয়।

এদিকে পেকুয়ায় অক্লান্ত পরিশ্রমকারী পেকুয়া থানা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পেকুয়াবাসী।

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা থানার ওসি কামরুল আজম, পরিদর্শক (তদন্ত)মিজানুর রহমান, সেকেন্ড অফিসার আতিকুল ইসলামসহ সকল কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।