প্রেস বিজ্ঞপ্তি
‘মানুষের লাগি ঢেলে দিয়ে যাবো মানুষের দেয়া প্রাণ’ শিল্পী সংগ্রামী সত্যেন সেন’র এই অমর বাণীকে প্রতিপাদ্য করে দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

মঙ্গলবার (৩১মার্চ) বিকেল পাঁচটায় কক্সবাজার শহরের বিভিন্ন নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটির কক্সবাজার জেলা সংসদ।

জেলা উদীচীর সভাপতি কল্যান পাল, সাধারণ সম্পাদক বোরহান মাহমুদসহ জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম শুরু হয়।

শহরের কবিতা চত্বর এলাকার বস্তিবাসী, বিভিন্ন এলাকার রিক্সা শ্রমিক ও দিনমজুরদের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ইতোমধ্যে করোনা প্রতিরোধে দেশজুড়ে উদীচীর জেলা ও শাখা সমূহ নানা র্কাযক্রম শুরু করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ, সচেতনতা সৃষ্টি করতে প্রচার কার্যক্রম, ও শ্রমজীবী মানুষদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম। যে যার অবস্থান থেকে সচেতনতা তৈরী করে, মানুষের পাশে থেকে এই মহা দুর্যোগ মোকাবেলার আহ্বান জানাচ্ছে উদীচী। পাশাপাশি এই কার্যক্রম অব্যাহত রাখতে কক্সবাজার জেলা উদীচী অর্থ সহযোগীতারও উদাত্ত আহ্বান জানিয়েছে।

বিশেষ প্রয়োজনে যোগাযোগঃ ০১৮১৫৬৭২৮২০।
সাহায্য পাঠানঃ
বিকাশ -০১৮২৫১৫৭৮৮৫
রকেট -০১৫১৫২৮৫৩০৫