বিএজেড জাহাঙ্গীর আলম :
“দৃপ্ত চলনে সুরভিত হও তুমি তেজস্বিত মহিমাতে, আলোকিত হও সগৌরবে তিমির দূর্গম রাতে” – স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের সম্মান ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ২০২০, আলোচনা সভা ও সাংস্কৃিত অনুষ্ঠান- ২য় বর্ষের শিক্ষার্থী তানজিয়া হোসেন তিলকা, আজিজুর রহমান, ১ম বর্ষের শিক্ষার্থী ইয়াছমিন আকতার লিমার যৌথ সঞ্চালনায় পদার্থবিজ্ঞান হলরুমে দুপুর ১২ টার দিকে শুরু হয়।
বিজ্ঞান অনুষদ প্রধান ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জেবুননেছা’র সভাপতিত্ত্বে অনুষ্ঠিত নবীন বরণ অুনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ  ক্য থিং অং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ, সকল অনুষদ প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে ডিজিটালাইজেশনের এ যুগে পদার্থবিজ্ঞান শিক্ষার গুরুত্ব ও বিবিধ প্রয়োগ ও ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
এতে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মো. জাফর সাদেক, বাণিজ্য অনুষদ প্রধান গোপাল কৃষ্ণ দাশ, সমাজবিজ্ঞান অনুষদ প্রধান শাহানুর আকতার, কলা অনুষদ প্রধান এসএম আকতার উদ্দীন চৌধুরী, বায়োকেমেস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান শরায়াত পারভিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান আরিফুল ইসলাম, সিইসি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আবুল কালাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হাসেম উদ্দীন, ট্যূরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মইনুল হাসান পলাশ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, অর্থনীতি ৪র্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান, ২য় বর্ষের শিক্ষার্থী জিয়াবুন নাহার, রাফি মজুমদার, নবাগতদের পক্ষে ইয়াছমিন আকতার, সাকিব।
পরে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানের হাতে পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ হতে সম্মাননা স্মারক তুলে দেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ এবং প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী তারিক হোসেন, তছলিমা আকতার,রাফি মজুমদার, জিয়াবুননাহার, ইউনুছ কবির ইমন, ফয়সাল হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন।
সাকিবের পবিত্র কোরআন তেলাওয়াত, শিবলু দের পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগেন প্রভাষক আজম উদ্দীন কুতুবী, অঞ্জন কুমার দে, ঐন্দ্রিলা দত্ত, গণিত বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, রওশন নেওয়াজ, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রাভষক শহীদুল আলম, লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের প্রভাষক ওমর আলী সহ পদার্থবিজ্ঞান বিভাগের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা গান এবং শিক্ষার্থীদের একক ও যৌথ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অধ্যাপক জেবুননেছা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।