মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান, খেলাধুলা ও সাংস্কৃতিক মেধাবিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন Disabled Students Society of Chittagong University (DISSCU) এর প্রতিনিধি দলের সঙ্গে কক্সবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষাসফর আয়োজন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ জানুয়ারি বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পড়ালেখা, সার্বিক বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মতবিনিময় সভায় কক্সবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষা সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন নেতৃস্থানীয় ৫ জন শিক্ষার্থী অংশ নেন ও পরে তারা জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে ফটোসেশনে মিলিত হন।