মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

প্রায় ৪ কোটি টাকার সাড়ে ৭৫ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার ২৪ জানুয়ারি রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া ব্রিটিশ পাড়ার রোহিঙ্গা মিনজু আহম্মেদ ওরফে ফজল হকের ছেলে রহিম (২৫) ও একই এলাকার আব্দুস শুক্কুরের ছেলে জুবাইয়ের (২৭)।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জাদিমোড়া এলাকায় অভিযান চালানো হয়। তখন ৭৫৫০০ পিস ইয়াবাসহ উক্ত দুই রোহিঙ্গাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৯৮ লাখ টাকা। আটক রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার ২৫ জানুয়ারি কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।