প্রেস বিজ্ঞপ্তি:

জলদস্যু, সন্ত্রাস দমন, মাদক ও অস্ত্র গুলি উদ্ধারসহ সাহসিকতা বীরত্বপূর্ণ অবদানে কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দৃষ্টান্তমূলক সেবার স্বীকৃতি হিসেবে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পুলিশের মুখপাত্র জেলাবাসির প্রিয়মুখ মিষ্টিভাষী ইকবাল হোসেন আইজিপি ব্যাজ লাভ করায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

১২ জানুয়ারী (রবিবার) রাত ৭ টার সময় কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উপদেষ্ঠা দৈনিক কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার জাফর আলম, চ্যানেল এস ও দৈনিক কক্সবাজার ৭১ এর প্রতিবেদক সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, দৈনিক পূর্বকোণ ও বিজয় টিভির প্রতিনিধি সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি সহ-সম্পাদক এম দিদারুল করিম, দৈনিক দেশ বিদেশের স্টাফ রিপোর্টার সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম নোবেল, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি সহ-দপ্তর সম্পাদক মারজান আহমদ চৌধুরী, দৈনিক কক্সবাজার ৭১ এর রাসেল সাক্ষাত করেছেন ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আইজিপি পদক পাওয়ায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাতকালে, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দদের বলেন, উপকূলে জলদস্যু ও সন্ত্রাস কবলিত এলাকায় আপনাদের মতো সাংবাদিকেরা অনুসন্ধানী প্রতিবেদন করায় প্রশাসন অপরাধীদের কঠোর নজরদারী করে। ফলে উপকূলে শান্তির বাতাস বইতে শুরু করেছে। ভবিষ্যতেও আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। এসময় এডিশনাল এসপি তথ্যবহুল অনুসন্ধানী সংবাদ প্রকাশে পরামর্শ দেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দদের ।