২৬/১২/২০১৯ইং দৈনিক কক্সবাজার, আমাদের কক্সবাজার, ও দৈনিক দেশ বিদেশসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত কলাতলীতে “আলসাফা প্রপার্টিজ এর কোটি টাকা মূল্যে জমি দখলের পায়তারা চালাচ্ছে ভূমিদস্যু চক্র” শীর্ষক সচিব সংবাদের প্রতি নিম্ন স্বাক্ষরকারীর দৃষ্টি আকর্ষিত হয়ছে। উক্ত পরিকবচশিত সংবাদ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, আক্রোশমুলক, কাপ্লনিক ও বাস্তবতার পরিপন্থী হয়। প্রকৃত বিষয়- ঝিলংজা মৌজার আর, এস ১২২৪/২৭৬ ও ১২২৪/১৯৫ নং খতিয়ানের খরিদ মালিক ছিলেন নজির আহমদ। তাঁর নামে বি, এস ১০৪০ নং খতিয়ান রেকর্ড হয়। উক্ত নজির আহমদ হতে ওয়ারিশসূত্রে ও দানসূত্রে প্রাপ্ত মালিক আকতার নেওয়াজ খান, খদিজা বেগম প্রকাশ দিলদার বেগম, আয়েশা আরা বেগম ও জয়নাব বেগম। তাঁরা গত ২৪/১০/২০১০ ইং তারিখের রেজিঃযুক্ত ৫৪৩৩ নম্বর দায়যুক্ত আমমোক্তারনামা এবং ০৭/০৩/২০১১ ইং তারিখের রেজিঃযুক্ত ১২৭৪ নং দায়যুক্ত আমমোক্তারনামা দলিল সম্পাদনে ও গত ০৭/০৩/২০১১ ইং তারিখের রেজিঃযুক্ত ১২৭৩ নং চুক্তিপত্রমূলে সুনির্দিষ্ট শর্ত উল্লেখে এনভিল প্রপার্টি ম্যানোজসেন্ট লিঃ ( নিবন্ধন সি,এইচ ৭৯৬৯ এর পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর নিম্নস্বাক্ষরকারী মোহাম্মদ দেলোয়ার হোছাইন পিতা- হাবিল হোছাইন বরাবরে ৮২ শতক জমির সরেজমিন দখল হস্তান্তর করেন। কথিত জমিতে বার্তা পরিবেশনকারী আকতার নেওয়াজ খাঁন বাবুল প্রকাশ গিল্টি বাবুল এর ২০১০ সাল থেকে কোন স্বত্ব স্বার্থ দখলামল নাই। বাতার্য়া উলে­খিত মতে দেলোয়ার হোছাইনকে কোন সময়ে এনভিল প্রপার্টিজ ম্যানেজমেন্ট লি: Í এম,ডি পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। উপরোক্ত দেলোয়ার হোছাইন জায়গার দালাল নহেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নিয়মিত কর দাতা। পক্ষান্তরে আকতার নেওয়াজ খাঁন বাবুল  একজন প্রতারক হিসেবে বিশেষ পরিচিত। বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিলে প্রতারণার মাধ্যমে স্বত্ব দখলবিহীন জায়গা জমি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়া তার পেশা ও নেশা। বর্তায় উলে­খিত মোহাম্মদ আলী একজন দন্ডপ্রাপ্ত আসামী। চট্টগ্রামের আগ্রাবাদ শাখা এশিয়া ব্যাংক কর্তৃক চট্টগ্রাম যুগ্ন মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের চেক ডিজ অনার মামলায় উক্ত মোহাম্মদ আলীকে এক বছরের কারাদন্ড ও বার কোটি টাকার অর্থ দন্ড দেয়া হয়। বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে অর্থ লোপাটের কারণে তিনি “ব­্যাক মো: আলী” নামে পরিচিত। বর্তা পরিবেশনকারীগণ নিজ কুকর্ীতি ও ফেরবী কর্মকান্ড আড়াল করার অপচেষ্টায় এবং একজন নিরীহ, আইনানুগত, স্বনামধন্য ব্যবসায়ীকে ব­্যাকমেইল করে পুনরায় অর্থ আদায়ের কুউদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশন করার বিসয় সুস্পষ্টভাবে প্রতীমান হয়।
উক্ত তপশীলের জায়গা নিয়ে এনবিল প্রপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক কক্সবাজার যুগ্ন জেলা জজ ১ম আদালতে অপর ৪৩৯/১৯ মামলা দায়ের করলে ২৫/১১/২০১৯ আদালত  বাবুলসহ সকল বিবাদীগণের বির“দ্ধে আন্তবতর্ীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন এবং আমি উক্ত বিবাদীদের বির“দ্ধে কক্সবাজার সি:জুড়িসিয়াল আদালত ৪র্থ জালজালিয়াতি সহ প্রতারণা (সিআর আর মামলা নং-১৫১২/১৯ দায়ের করি যা গোয়েন্দা শাখায় তদন্তাধীন রয়েছে। উলে­খ্য আদালতের নিষেধাজ্ঞা তথ্য গোপন করে আলসাফা প্রপার্টিজের পক্ষে জেবুন্নেছা এডিএম কোর্টে আমার বির“দ্ধে এম আর ১৩৫৫/১৯ মামলা দায়ের করলে আদালত ১৪৪ ধারা জারি করেন। আমি আদালতে হাজির হয়ে যুগ্ন জেলা জজ আদালতের নিষেধাজ্ঞা ও খতিয়ান বাতিলের নামজারী আপীল ২৭১/১৯ দায়ের করলে আদালত উক্ত সৃজিত বি,এস ১৫৬৫৫ এর কার্যক্রম ২৭/১০/১৯ স্থগিত করেন মর্মে আদেশ দেন। ফলে এডিএম ১৪৪ ধারার প্রদত্ত আদেশ রহিত করেন। উক্তর“প মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য সংশি­ষ্ট সকলকে সতর্ক করা গেল এবং মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হল। উক্ত মানহানিকর মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশন না করার জন্য সংবাদিক ভাইদের প্রতি অনুরোধ রইল। পাশপাশি উক্ত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মো: দেলোয়ার হোছাইন
পিতা- হাবিল হোছাইন
এনভিল প্রপার্টিজ ম্যানেজমেন্ট লি:
রেজি নং- সি,এইচ-৭৯৬৯