প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের আশির দশকের বিপ্লবী নেতা, বিদগ্ধ আলিম মাওলানা মীর কামাল বলেছেন, ওলামায়ে কেরামের নেতৃত্বে বৃটিশ বিরোধী আযাদী আন্দোলন আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল উৎস। অতএব ওলামায়েকেরামকে বাদ দিয়ে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কল্পনাও করা যায়না। তাই ঈমান-আকীদা সংরক্ষণ আন্দোলনের পাশাপাশি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতেও ইসলামী ছাত্রসমাজ নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন। দেশের প্রাচীন এ ছাত্রসংগঠন তাঁর সংগ্রামী ঐতিহ্য ও স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে টিকে থাকবে ইনশাআল্লাহ।

তিনি ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

১৬ ডিসেম্বর ( সোমবার) বাদে আসর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শামসুল আলম।
জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু, রামু উপজেলা প্রচার সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা প্রতিনিধি জান্নাতুল্লাহ, ফতেখাঁরকুল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইনসহ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদানের রুহের মাগফিরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।