সংবাদদাতাঃ
টেকনাফের হ্নীলা পানখালী ইসলামী সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
২৯ নভেম্বর সকাল ১০ টায় পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে সাধারণ বৃত্তি প্রতিযোগিতায় ৪ নং ওয়ার্ডস্থ স্কুল ও মাদ্রাসা মিলিয়ে মোট ৩ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
নির্ধারিত ১ ঘন্টা সময়ের পরীক্ষায় মোট ২৬ জন শিশু অংশ গ্রহনের সুযোগ পায়।
এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন শাহ্ মজিদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাষ্টার জাহেদুল আলম চৌধুরি।
কেন্দ্র সচিব ছিলেন কক্সবাজার সিটি কলেজের বাংলা প্রভাষক এহ্সান উদ্দিন।
হ্নীলা আল্ ফালাহ্ একাডেমীর শিক্ষক সায়েম সিকদার হল সুপার, খারাংখালী এঞ্জেলাস কেয়ার একাডেমীর অধ্যক্ষ নুরুল আমিন কক্ষ পর্যেবক্ষক ও কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহীন সরওয়ার দায়িত্ব পালন করেন।
এতে উপস্থিত থেকে পরীক্ষা হল পরিদর্শন করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মাহমুদুর রহমান, নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের প্রিন্সিপ্যাল ও বিশিষ্ট সাংবাদিক মমতাজুল ইসলাস মনু, পানখালী আজিজিয়া এশা’তুল কোরআন নূরানি মাদ্রাসার মুহ্তামিম মাওলানা আবদুল হাফিজ।
স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে তোফায়েল আহমদ, শাকের আহমদ, ডাঃ নুর মোহাম্মদ নুরু, শাকের আহমদ এম.এ, অভিভাবকদের মধ্যে মো: জকরিয়া, মো:জামাল, ছেনুয়ারা বেগম,আবদুর রহমান, শুভাকাংখীদের মধ্যে মো: শুয়াইব,নুর মোহাম্মদ, মো: জুবাইর,সাইফুল ইসলাম,আতিকুর রহমান এবং ফাউন্ডেশনের আয়োজক হিসেবে সভাপতি হামিদ হোসাইন হেভী ,সাধারণ সম্পাদক মোহাম্মদ ঈসা খাঁ, সহ সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুবাইর হোসাইন, অর্থ সম্পাদক নুরুল আমিন, সহ অর্থ সম্পাদক ছৈয়দ হোসাইন, পরিবেশ বিষয়ক সম্পাদক হামিদ হোসাইন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, সহ প্রচার সম্পাদক নুরুল বশর, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ জিহান, ত্রাণ বিষয়ক সম্পাদক মোবারক হোসাইন,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জয়নাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সম্মানীত সদস্য মো: ইউনুছসহ সকলে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে ফলাফলে ট্যেলেন্টপুলে মেহেদী হাসান (নাফ মেরিট) হুমাইরা নুর ( নাফ মেরিট), সিকা মনি (নাফ মেরিট), সাধারণে যথাক্রমে : মোর্তজা শাহীন সৈয়দ (আজিজিয়া), মো: সোহেল (আজিজিয়া), তরিকুল ইসলাম রাকিব (নাফ মেরিট), বিশেষ বৃত্তি পান বেহেস্তি তাজনোভা জুহেলী (পানখালী প্রাইমারী)।