পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই মুদির দোকানিকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১অক্টোবর) বিকেল ৪টার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈকা শাহাদাতের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্ধারণ করা দাম না মেনে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির বিরুদ্ধে পেকুয়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত দামে পেঁযাজ বিক্রির দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে আশেক স্টোরের মালিক মোঃ আশেককে ও আলম স্টোরের মালিক মোঃ আলমকে ১০হাজার টাকা করে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈকা শাহাদাত বলেন, পেঁয়াজসহ সকল ভোগ্যপণ্য সঠিক দামে বিক্রি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।