বার্তা পরিবেশক :

জমকালো আয়োজনে শেষ হলো কিড্স আইটি সেন্টারের আয়োজন। প্রতিষ্ঠানের নিজস্ব সেন্টারের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও বিকেলের মধ্যেই পুরু সেন্টার প্রাঙ্গণ কোনায় কোনায় পরিপূর্ন হয়ে যায়। কিড্স আইটি সেন্টারের শিক্ষার্থী এবং রামু ক্যান্টনমেন্টের তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রী রুবায়েদ আজাদ তাজবীদের কোরআন তিলওয়াত ও হোজাইফা মাহা’র কবিতা আবৃতির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সেন্টারের সিনিয়র ট্রেইনার শামীমা আলীর উপস্থাপনায় ও সেন্টারের পরিচালক জনাব আব্দুল ওয়াহিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার গুণিজন, সিনিয়র আইনজীবী, প্রবীণ কবি ও সাহিত্যিক জনাব এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী কলেজ ও সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সিরাজুল মোস্তফা, সংগীতায়নের সাবেক সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক শিল্পি রায়হান উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জনাব সলিমুল্লাহ বাহাদুর, কক্সবাজার সরকারী কলেজের আইসিটি ও পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ কাশেম। অনুষ্ঠানের প্রথম পর্বে সেন্টারের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট বিতরণ করা হয় দ্বিতীয় পর্বে চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে সার্টিফিকেট ও উপহার বিতরণ করা হয় এবং শেষ পর্বে র‌্যাফেল-ড্র বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। উল্লেখ যে, ২৫০ প্রতিযোগীকে নার্সারী থেকে কেজি গ্রপ “সি, ক্লাস ওয়ান থেকে ক্লাস টু গ্রপ “বি” এবং ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ গ্রপ “এ” তে ভাগ করা হয় এবং এর মধ্যে থেকে প্রতি গ্রুপে সেরা ৫জন কে নির্বাচিত করা হয়। প্রায় ২ সপ্তাহ্ ব্যাপি চলমান এই আয়োজনে কক্সবাজারের ৪০টির বেশি স্কুল থেকে প্রায় ৩০০০ ছাত্র-ছাত্রী, অভিবাবক ও স্কুল প্রধানগণ অংশগ্রহণ করে।