মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের জেলা জজশীপের অধীনস্থ আদালত সমুহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর অধীনস্থ আদালত এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সমুহ পরিদর্শনে ৬ দিনের সফরে কক্সবাজার আসছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন। শনিবার ২১ সেপ্টেম্বর তিনি সড়কপথে কক্সবাজার পৌঁছাবেন। বিষয়টি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন সিবিএন-কে নিশ্চিত করেছেন।

বিচারপতি বোরহান উদ্দিন রোববার ২২ সেপ্টেম্বর থেকে বুধবার ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার জেলা সদরে অবস্থিত কক্সবাজারের জেলা জজশীপ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর অধীন আদালত সমুহ এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সমুহ পরিদর্শন করবেন। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর তিনি সকালে সড়কপথে গিয়ে চকরিয়া চৌকি আদালত সমুহ পরিদর্শন করবেন। এছাড়া কক্সবাজার অবস্থানকালে বিচারপতি বোরহান উদ্দিনের সম্মতি সাপেক্ষে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিতে পারেন বলে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন সিবিএন-কে জানিয়েছেন।