সিবিএন ডেস্ক :

বাংলাদেশ ও বাঙালির সবচেয়ে হৃদয় বিদারক ও মর্মস্পর্শী শোকের মাস আগস্ট। ১৫ আগষ্ট আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি ও বাঙালি জাতীয়তাবাদকে সবার উপরে স্থান দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রে বিশ্বাস করতেন। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য এবং বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে, জানতে হবে তাঁর আদর্শকে।

আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আমিন আল পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু। আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ন সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, কবি শামীম আক্তার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা কালচারাল অফিসার সুদিপ্তা চক্রবর্তী। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।