আবু সিদ্দিক উসমানী:

কক্সবাজারের শহরের বিভিন্ন ওষুধের দোকানে কক্সবাজার জেলা সোমবার ২৬ আগস্ট প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে পুরাতন পান বাজার রোডের ওষুধের গোডাউন থেকে বিপুল পরিমান অনিবন্ধিত ঔষধ পাওয়ায় শ্যামলী প্লাস ফার্মেসীকে ড্রাগ আইন ১৯৪০ অনুসারে ৭৫ হাজার টাকা এবং অন্য ৩ টি ফার্মেসীকে ১৫ হাজার টাকা সহ মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ঔষধ বিনষ্টের জন্য উপস্থিত ড্রাগ ইনস্পেক্টর প্রিয়াংকা দাশ’কে নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বিধান কান্তি হালদার। তিনি সিবিএন-কে জানান, কক্সবাজার শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বিশেষকরে ওষুধের মতো জীবন মৃত্যুর সাথে জড়িত পণ্যের ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসন সবসময় ‘জিরো টলারেন্স’ এ থাকবে।