নুরুল আমিন হেলালী:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে সদরের স্বনামধন্য বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন। ৫ আগস্ট সোমবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাঃ শাহাজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি তোফায়েল আহমেদ। প্রধান অতিথি মোঃ কামাল হোসেন বলেন, কক্সবাজার জেলার ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের প্লাটফর্ম হিসেবে জেলা প্রশাসন জাতির জনকের শাহাদত বার্ষিকীর এই শোকের মাসে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বিতার্কিকদের যুক্তিতর্ক মনোযোগ সহকারে শোনেন এবং চ্যাম্পিয়ন ও অংশ গ্রহনকারী সকল বিতার্কিকদের ভুয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি মোহাঃ শাহাজান আলী বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিতর্ক একটি অন্যতম মাধ্যম। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত মৌসুমেও এধরনের একটি বিতর্কের আয়োজন করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিন আল পারভেজ বলেন, মাদক মুক্ত সমাজ ও জঙ্গী মুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের বিতর্ক সহ অন্যান্য সৃজনশীল কাজে মনোনিবেশ করতে হবে। তিনি আরো বলেন, আজকের চ্যাম্পিয়ন দল এবং আগ্রহী বিতার্কিকদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিতর্ক ক্লাব গঠন করা হবে। কালেরকণ্ঠের কক্সবাজার প্রতিনিধি তোফায়েল আহমেদ বলেন, ছাত্রজীবনে যারা বিতর্ক করে অভ্যস্ত তারা বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাথে উর্ত্তিণ হন। তিনি বিজয়ী এবং অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের এই ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন এবং জেলা প্রশাসন কর্তৃক এতসুন্দর বিতর্ক আয়োজনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় কক্সবাজার জেলার ৮টি উপজেলার বিজয়ী ১০টি কলেজ ও ১০টি মাধ্যামিক বিদ্যালয় জেলা পর্যায়ে অংশগ্রহণ করেন। তৎমধ্যে স্কুল পর্যায়ে পেকুয়া উপজেলার বিজয়ী টইটং উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে সব উপজেলা অংশগ্রহন শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ফাইনালে উর্ত্তীণ হয়। বিতর্কে ফাইনাল প্রতিযোগিতায় কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে কলেজ পর্যায়ে চকরিয়া মহিলা কলেজকে হারিয়ে কক্সবাজার সরকারি কলেজ বিজয়ী হয়। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার মহিলা কলেজের সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, প্রথম আলো বন্ধু সভার সভাপতি ইব্রাহীম খলিল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা গবেষণা কর্মকর্তা ও কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের বিতার্কিকরা জেলা চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ শহিদুল হক, সহকারী প্রধান শিক্ষক আবচার উদ্দিন বিতার্কিক ও সংশ্লিষ্ট শিক্ষক মোঃ নুরুল আমিন হেলালীকে অভিনন্দন জানিয়েছেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল, কলেজ- মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।