মহেশখালী সংবাদদাতা:
মাস্টার মকসুদ আলমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দঃ ঘোনাপাড়া জামে মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত হয় এক দোয়া মাাহফিল। স্মৃতিচারণ ও দোয়া মাহফিল আয়োজন করেন, তাঁর পরিবারবর্গ ও এলাকাবাসী।
মাস্টার মকসুদ আলম ছিলেন একজন বিনয়ী মেধাবী শিক্ষক।তিনি পরিবার, এলাকাবাসী এবং ছাত্র-ছাত্রীদের কাছে খুবই জনপ্রিয় ব্যাক্তি ছিলেন।তাঁর সাধারণ জীবন যাপন আর সবার সাথে সুন্দর স্বাভাবিক আচচরণ ও মেলামেশার কারনে পরিবারের বাইরেও সমান প্রিয় ছিল।তিনি গত বছর ৩১ জুলাই মাত্র ৩৬ বছর বয়সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর কর্মজীবনে তিনি কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয় ও মহেশখালী আদর্শ আদর্শ উচ্চ বিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন। এছাড়া তিনি এইচএসসির হিসাব বিজ্ঞান বিষয়ে ছাত্রদের সুনামের সহিত পড়াতেন। যার কারণে হিসাব বিজ্ঞানের শিক্ষক হিসেবে বেশ পরিচিতি ছিল । তাঁর মৃত্যুর দিন ছাত্র-ছাত্রীের চোখের পানিতে বুঝা গিয়েছিল তিনি কতটা ছাত্রদের প্রিয় ছিলেন। যার কারনে ছাত্র-ছাত্রী এবং এলাকার মানুষ মৃত্যুর পরেও তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এই বহুমুখী প্রতিভার অধিকারীর মৃত্যুর একবছর পূর্ণ হলে এলাকাবাসী ও তাঁর পরিবারবর্গ তাঁর স্মরণে আয়োজন করে দোয়া মাহফিল। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দঃ ঘোনাপাড়া জামে মসজিদের সাবেক খতিব মাওলানা সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, বর্তমান খতিব মাওলানা মোঃ লোকমান। পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা হাফেজ মিজানুর রহমান। ওই সময় উপস্থিত ছিলেন এলাকার সকল শ্রেণির মানুষ।
মাস্টার মকছুদ সাংবাদিক জিকির উল্লাহ জিকুর ভাতিজা। তাঁর জন্ম মহেশখালী পৌরসভার দঃ ঘোনাপাড়া। তিনি তিন কন্যা সন্তানের জনক।